বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক পহেলা বৈশাখকে ঘিরে আয়োজন করা হয়েছে কুইজটি। এখানে থাকবে পহেলা বৈশাখের ইতিহাস, এবং বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ইতিহাস থেকে প্রশ্ন। 📅 কুইজ শুরু হবে: ২৪শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ৭:০০ টা থেকে 📅 কুইজ শেষ হবে: ২৫শে এপ্রিল ২০২৫ রাত ১১:৫৫ মিনিট। 🎁 পুরস্কার সমূহ: ক্যাটাগরি-১: প্রথম ১ জন পাবে ৩০০ টাকা। ক্যাটাগরি-২: পরবর্তী ৭ জন প্রত্যেকে পাবে ২০০ টাকা করে। ক্যাটাগরি-৩: পরবর্তী ১২ জন প্রত্যেকে পাবে ১০০ টাকা করে। ক্যাটাগরি-৪: পরবর্তী ২০ জন প্রত্যেকে পাবে ৫০ টাকা করে। 📌 কুইজের বিস্তারিত ফলাফল প্রকাশ হবে ২৬শে এপ্রিল রাত ১২:০০ টার পর। এবং অবস্থান সহ ফলাফল এবং সার্টিফিকেট প্রকাশ হবে ২৬শে এপ্রিল সকাল ৮:০০ টার পর। 🎁 পুরস্কার দেওয়া হবে ২৬,২৭ এবং ২৮ এপ্রিল ২০২৫। অংশগ্রহণ করলে অবশ্যই যা পাবেন: অনলাইন সার্টিফিকেট আপনার অবস্থান সহ। ❓ মোট প্রশ্ন সংখ্যা: ৩০ টি 🕐 মোট সময়: ১৫ মিনিট 🕐 প্রত্যেক প্রশ্ন উত্তর করার সময়: ৩০ সেকেন্ড যেভাবে অংশগ্রহণ করতে হবে: কুইজ শুরু হলে শেয়ার করা লিংক হতে অথবা আমাদের ওয়েবসাইট হতে। ধাপ-১: রেজিস্ট্রেশন করতে হবে। যদি পূর্বে রেজিস্ট্রেশন করা না থাকে তবে রেজিস্ট্রেশন করতে হবে। ধাপ-২: লগইন করতে হবে। ধাপ-৩: নির্ধারিত কুইজে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণের নিয়মাবলী: # একজন ব্যক্তি একবারই কুইজে অংশগ্রণ করার সুযোগ পাবে # প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য ৩০ সেকেন্ড সময় নির্ধারিত থাকবে # ৩০ সেকেন্ডের মধ্যে উত্তর না দিলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী প্রশ্ন চলে আসবে । এক্ষেত্রে পূর্ববর্তী প্রশ্নে কোনভাবেই ফেরত যাওয়ার সুযোগ নেই। # যেকোনো ধরণের অসৎ পন্থা অবলম্বন করলে আমরা তা বুঝতে পারলে আপনার কুইজটি বাতিল বলে গণ্য হবে। পুরস্কার প্রদানের নিয়মাবলী: # সর্বাধিক প্রশ্নের সঠিক উত্তরদাতা বিজয়ী বলে বিবেচিত হবে। # একাধিক ব্যক্তি একই নম্বর পেলে কম সময়ে উত্তরদাতা ব্যক্তি অগ্রাধিকার ক্রমে বিজয়ী বলে বিবেচিত হবে।