প্রশ্ন ও উত্তর

আমি কিভাবে GO Bangla কুইজের স্কোর দেখবো এবং আমার সার্টিফিকেট পাব?

আপনি যেভাবে আপনার স্কোর দেখবেন এবং সার্টিফিকেট পাবেন:
ধাপ-১: প্রথমে GO Bangla তে লগইন করুন।
ধাপ-২: মেনু থেকে কুইজ পেজে গিয়ে যে কুইজের স্কোর এবং সার্টিফিকেট দেখতে চান ঐ কুইজে স্কোর দেখুন ক্লিক করুন।
এখানে বিস্তারিত কুইজ স্কোর এবং সার্টিফিকেট দেখার অপশন পাবেন।

আমি কিভাবে GO Bangla তে কুইজে অংশগ্রহণ করবো?

আপনি যেভাবে GO Bangla তে কুইজে অংশগ্রহণ করবেন:
ধাপ-১: প্রথমে রেজিস্ট্রেশন করবেন। তবে আগে রেজিস্ট্রেশন করে থাকলে আর করতে হবে না। অর্থাত GO Bangla তে একবার রেজিস্ট্রেশন করলেই হয়।
ধাপ-২: লগইন করবেন।
ধাপ-৩: মেনু থেকে কুইজ পেজে যাবেন।
ধাপ-৪: যে কুইজটি চলছে সেটার অংশগ্রহণ বাটনে ক্লিক করুন।
ধাপ-৫: কুইজ ইনস্ট্রাকসন পেজ থেকে ইনস্ট্রাকশন গুলো ভালো ভাবে পড়ুন।
ধাপ-৬: কুইজে অংশগ্রহণ করুন এবং সঠিকভাবে কুইজের উত্তর প্রদান করুন।

আমি কেন GO Bangla-তে রেজিস্ট্রেশন করব?

Go Bangla তে আপনি আগে রেজিস্ট্রেশন করে থাকলে আর রেজিস্ট্রেশন করতে হবে না। আপনি আগে রেজিস্ট্রেশন না করে থাকলে যেভাবে রেজিস্ট্রেশন করবেন তা হল:
ধাপ-১: নিচে দেওয়া লিংক থেকে বা আমাদের ওয়েবসাইট এ লগইন পেজ থেকে রেজিস্ট্রেশন পেজে যাবেন।
ধাপ-২: আপনার সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন।
ধাপ-৩: আপনার যে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করছেন ঐ ইমেইল এ একটি ৬ সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে।
ধাপ-৪: ওটিপি টি কপি করে আমাদের ওয়েবসাইট এ ওটিপি ফিল্ড এ পেস্ট করুন অথবা ওটিপি টি টাইপ করে সাবমিট করুন।
এখন রেজিস্ট্রেশন যাচাই করতে চাইলে লগইন করে চেক করুন এবং লগইন করে নির্ধারিত কুইজ বা ইভেন্টে অংশগ্রহণ করুন। রেজিস্ট্রেশন লিংক: https://gobangla.com.bd/registration

×

প্রশ্ন জিজ্ঞাসা করুন