আপনি যেভাবে আপনার স্কোর দেখবেন এবং সার্টিফিকেট পাবেন:
ধাপ-১: প্রথমে GO Bangla তে লগইন করুন।
ধাপ-২: মেনু থেকে কুইজ পেজে গিয়ে যে কুইজের স্কোর এবং সার্টিফিকেট দেখতে চান ঐ কুইজে স্কোর দেখুন ক্লিক করুন।
এখানে বিস্তারিত কুইজ স্কোর এবং সার্টিফিকেট দেখার অপশন পাবেন।
আপনি যেভাবে GO Bangla তে কুইজে অংশগ্রহণ করবেন:
ধাপ-১: প্রথমে রেজিস্ট্রেশন করবেন। তবে আগে রেজিস্ট্রেশন করে থাকলে আর করতে হবে না। অর্থাত GO Bangla তে একবার রেজিস্ট্রেশন করলেই হয়।
ধাপ-২: লগইন করবেন।
ধাপ-৩: মেনু থেকে কুইজ পেজে যাবেন।
ধাপ-৪: যে কুইজটি চলছে সেটার অংশগ্রহণ বাটনে ক্লিক করুন।
ধাপ-৫: কুইজ ইনস্ট্রাকসন পেজ থেকে ইনস্ট্রাকশন গুলো ভালো ভাবে পড়ুন।
ধাপ-৬: কুইজে অংশগ্রহণ করুন এবং সঠিকভাবে কুইজের উত্তর প্রদান করুন।
Go Bangla তে আপনি আগে রেজিস্ট্রেশন করে থাকলে আর রেজিস্ট্রেশন করতে হবে না। আপনি আগে রেজিস্ট্রেশন না করে থাকলে যেভাবে রেজিস্ট্রেশন করবেন তা হল:
ধাপ-১: নিচে দেওয়া লিংক থেকে বা আমাদের ওয়েবসাইট এ লগইন পেজ থেকে রেজিস্ট্রেশন পেজে যাবেন।
ধাপ-২: আপনার সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন।
ধাপ-৩: আপনার যে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করছেন ঐ ইমেইল এ একটি ৬ সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে।
ধাপ-৪: ওটিপি টি কপি করে আমাদের ওয়েবসাইট এ ওটিপি ফিল্ড এ পেস্ট করুন অথবা ওটিপি টি টাইপ করে সাবমিট করুন।
এখন রেজিস্ট্রেশন যাচাই করতে চাইলে লগইন করে চেক করুন এবং লগইন করে নির্ধারিত কুইজ বা ইভেন্টে অংশগ্রহণ করুন।
রেজিস্ট্রেশন লিংক: https://gobangla.com.bd/registration